ফের ভূপেশ বাঘেলের নিশানায় তৃণমূল নেত্রী

author-image
Harmeet
New Update
ফের ভূপেশ বাঘেলের নিশানায় তৃণমূল নেত্রী

নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি মুম্বইতে এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাড়িতে বৈঠক সেরে বেরিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ইউপিএ কি? কোথাও ইউপিএ নেই। এরপরই এনিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ফের ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেলের নিশানায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী হিসাবে কাকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে লড়াই হবে সেটা ইউপিএ ঠিক করবে। তিনি সাফ জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বড় নেত্রী হতে চান তবে কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে তাঁর তরোয়ালকে আরও ধারালো করতে হবে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর দাবি, কেন্দ্রে যারা রয়েছেন তাঁদের বিরুদ্ধে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলকে আরও শক্তিশালী করতে চাইছেন নাকি অন্যদেরও পাশে রাখতে চাইছেন সেটা তাঁকেই পরিষ্কার করতে হবে।