পুরানো ধারায় অস্ট্রেলিয়া

author-image
Harmeet
New Update
পুরানো ধারায় অস্ট্রেলিয়া



নিজস্ব সংবাদদাতাঃ সামনের বুধবার থেকেই ক্রিকেটের সবচেয়ে পুরানো দুই প্রতিদ্বন্দ্বী অ্যাসেজের যুদ্ধে নামবে। অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড। তবে এবারে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স দল গঠনের জন্য প্রথম একদশ ঘোষণায় কোনো নতুনত্বের ছোঁয়া রাখলেন না। পরিবর্তনের পথে না হেঁটে অভিজ্ঞতার পথেই হাঁটলেন প্যাট। সাধারণত তিনটে ফাস্ট বোলার ও একজন স্পিনার হিসাবে ন্যাথান-কে নিয়েই মাঠে নামতে পছন্দ করেন অজিরা। এবারেও তার বিপরীত হল না।