নিজস্ব সংবাদদাতাঃ দোস্তানা ২- থেকে ছেঁটে ফেলা হয়েছে কার্তিক আরিয়ানকে। প্রযোজক করণ জোহরের ঘনিষ্ঠমহল সূত্রে এমনটাও দাবি করা হয়েছে কার্তিক আরিয়ানের ভবিষ্যতে কখনও কাজ না করবার সিদ্ধান্ত নিয়েছেন করণ। এরপর আরও বেশ কয়েকটি ছবি থেকে কার্তিকের বাদ পড়বার গুঞ্জন শোনা যায়। ইন্ডাস্ট্রির অন্যতম বড় প্রযোজনা সংস্থা তথা ব্যক্তিত্ব করণ জোহরের সঙ্গে কার্তিকের দোস্তানায় ইতি পড়বার জেরে ঘটছে সবটা এমনটাও রব উঠেছিল। কিছুদিন আগেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কার্তিকের ‘ধামাকা’। আপতত সেই ছবির সাফল্য চুটিয়ে এনজয় করছেন অভিনেতা। সম্প্রতি এক ইভেন্টে কার্তিকের সামনে প্রশ্ন রাখা হয়েছিল ‘দোস্তানা ২’ থেকে তাঁর বেরিয়ে যাওয়া প্রসঙ্গে। প্রশ্ন শুনেই কার্তিক স্পষ্ট জানান, এই ব্যাপারে কথা বলতে আগ্রহী নন তিনি। তবে নাম না করেই করণ জোহরকে খোঁচা দিতে ছাড়লেন না বলিউডের ইয়াং ব্রিগেডের এই চর্চিত তারকা। অভিনেতার সাফ কথা, ‘আমি কোনও বলিউড ক্যাম্পের নই। নিজের প্রতিভার জোরে এখানে পৌঁছেছি। সেই প্রতিভার জোরেই এখানে থাকব। আমি করণ জোহরের ছবি ‘দোস্তানা ২’ নিয়ে কিছু বলতে চাই না।’