হরি ঘোষ, পশ্চিম বর্ধমানঃ পশ্চিম বর্ধমানের কাঁকসায় বিপুল পরিমাণের আলু উৎপাদন হয়। জোগান দেওয়া হয় শহরের বাজারে বাজারে, পৌঁছে যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে। কিন্তু একের পর এক প্রাকৃতিক বিপর্যয় আসার জন্য কী করবে ভেবে কুল পাচ্ছে না কাঁকসার আলু চাষীরা। কিছুদিন আগে নিম্নচাপের জেরে অজয়ের বন্যায় নষ্ট হয়েছিল বিঘার পর বিঘা আলু চাষের জমি। ফের এসেছে 'জাওয়াদ', শনিবার থেকে শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি। 'জাওয়াদ'এর জেরে নিম্নচাপ হবে আগাম সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, মাইকিং করছে কৃষিদপ্তর। পশ্চিম বর্ধমান জেলা জুড়েও শনিবারের পর রবিবার সকাল থেকে আকাশের মুখ ভার, কখনো কখনো ঝিরিঝিরি বৃষ্টি। চরম ক্ষতির মুখে পড়তে হবে আলু চাষীদের বৃষ্টি বাড়লে। এহেন অবস্থায় কী করা যায় তা ভেবে কুল কিনারা খুঁজে পাচ্ছেন না চাষিরা। সরকার পাশে দাঁড়ালে উপকৃত হবেন বলে জানান আলু চাষীরা।