নিজস্ব প্রতিনিধি, হলদিয়াঃ জাওয়াদ ক্রমশ নিম্নচাপে পরিণত হচ্ছে ,বাড়ছে বাতাসের গতিবেগ, দিনভোর ঝিরঝির বৃষ্টি। অমাবস্যার ভরা কোটালে নদী উত্তাল হওয়ার এক প্রকার আশঙ্কা, খালি করা হচ্ছে হলদিয়ার উপকূলের ধারে বসবাসকারীদের। হলদিয়া উপকূলতট রক্ষা বাহিনী বোটে করে মাইকিং করছে। মৎসজীদের নৌকা নিয়ে নিরাপদ জায়গায় চলে যেতে সচেতন করছে হলদিয়া উপকূল তট রক্ষা বাহিনী মৎস্যজীবীদের উদ্ধার করতে নেমে পড়েছে । বর্তমানে ঘূর্ণিঝড়টি বিশাখাপত্তনম থেকে ২০০ কিলোমিটার দূরে আছে। জাওয়াদ এর ল্যান্ড ফল হবে সুন্দরবন অঞ্চলে। দীঘা থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়। জাওয়াদ রুদ্র মূর্তির গতি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। জাওয়াদ এর প্রভাবে দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় জওয়াদ এর প্রভাবে সাইক্লোন ঝড় হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই । হলদিয়া বন্দরে জেটিতে জাহাজগুলো বড় চেন দিয়ে শক্ত করে বাঁধা হচ্ছে। জাওয়াদের প্রভাবে হলদিয়া জুড়ে মধ্যরাত থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। NDRF টিম গ্রামে গ্রামে গিয়ে সচেতনতা মূলক প্রচার চালাচ্ছে। ফ্লাড সেন্টার গুলোকে তৈরি রাখা হয়েছে। সকাল থেকেই মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টিপাত চলছে। প্রস্তুত রয়েছে এনডিআরএফ এর দল। কারণ জলোচ্ছ্বাস ক্রমশ বাড়ছে, গার্ডওয়াল পেরিয়ে জনবসতি এলাকায় ঢুকতে পারে সমুদ্রের জল, এমনই আশঙ্কাবোধ করছে হলদিয়া প্রশাসন। তাই কড়া নজরদারির সঙ্গে তৎপর রয়েছেন সকলে। মন্ত্রী অখিল গিরি নজর রেখেছেন পরিস্থিতির দিকে। তিনি বলেন, 'ইতিমধ্যে কন্ট্রোল রুম খোলা হয়েছে, আমরা শুকনো খাবার ও রান্নার ব্যবস্থা করে রেখেছি, যাতে কেউ সমস্যায় না পড়ে। সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, 'জাওয়াদের মোকাবিলার জন্য সর্বতভাবে প্রস্তুত।'
হু হু করে বাড়ছে হলদী নদীর জলস্তর
New Update