নিজস্ব সংবাদদাতাঃ ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নিরীক্ষণে ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করেছে।ইরানের কেন্দ্রীয় ইসফাহান প্রদেশের নাতানজ কাউন্টির বাদরুদে স্থানীয় সময় শনিবার রাত ৯টায় এই পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপন করা হয়।নাতানজের দায়িত্বরত আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার জানান, এক মহড়ার অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়।