ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনার কাছে বিস্ফোরণ

author-image
Harmeet
New Update
ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনার কাছে বিস্ফোরণ

নিজস্ব সংবাদদাতাঃ ইরানের নাতাঞ্জে অবস্থিত দেশটির প্রধান পরমাণু স্থাপনার কাছে বড় ধরনের একটি বিস্ফোরণ ঘটেছে। ইতোপূর্বে এই স্থাপনার ওপর অন্তর্ঘাতমূলক হামলা হয়েছিল। এটি ছিল একটি নিয়ন্ত্রিত পরীক্ষা।



শনিবার স্থাপনাটি থেকে ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে বাদ্রউদে স্থানীয় সময় রাত ৮.১৫-এ বিস্ফোরণটি ঘটে।

এর আগে ভূমি থেকে আকাশে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার একটি বৈরী বস্তুকে, সম্ভবত ড্রোন, টার্গেট করার গুঞ্জন শোনা যেতে থাকে। ইরানের নিরাপত্তা বাহিনীর সাথে ঘনিষ্ঠ নাউরনিউজ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও আকাশে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানায় যে এটি ছিল ‌'র‌্যাপিড রিঅ্যাকশন টেস্টের' অংশবিশেষ।

রাষ্ট্রীয় টেলিভিশনে পরে ভাষ্যটি নিশ্চিত করে জানায়, এটি নিয়মিত মহড়ার অংশ ছিল। এতে ওই এলাকার কোনো ক্ষতি হয়নি।ইসরাইল বারবার ইরানের পরমাণু সক্ষমতার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করতে থাকার মধ্যে এই বিস্ফোরণ ঘটল। গত বছর নাতাঞ্জ স্থাপনায় দুটি হামলার জন্য ইসরাইলকে দায়ী করছে ইরান।ইসরাইল বারবার ইরানের পরমাণু সক্ষমতার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করতে থাকার মধ্যে এই বিস্ফোরণ ঘটল। গত বছর নাতাঞ্জ স্থাপনায় দুটি হামলার জন্য ইসরাইলকে দায়ী করছে ইরান।