নিজস্ব সংবাদদাতাঃ সোমবারই ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোমুখি হবেন তিনি। পাশাপাশি, দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী ও বিদেশ মন্ত্রীও বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে। আফগানিস্তান ইস্যু নিয়ে দুই দেশের মধ্য়ে কথাবার্তা হতে পারে সূত্রের খবর। পাশাপাশি, প্রতিরক্ষা, প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলেও সূত্রের খবর।ভারত ও রাশিয়ার বৈঠকের ঠিক আগেই দুই দেশের মধ্যে একে ২০৩ কালাশনিকোভ রাইফেল চুক্তি হয়েছে। ৫ হাজার কোটি টাকার সেই চুক্তি অনুযায়ী, ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে আমেঠিতে তৈরি হবে পাঁচ লক্ষ কালাশনিকোভ রাইফেল। এ ছাড়া দুই দেশের বৈঠকে অস্ত্রের উপকরণ সংক্রান্ত চুক্তি হতে পারে বলে জানা যাচ্ছে। এ ছাড়া আগামী এক দশকে দুই দিল্লি ও মস্কোর মধ্যে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রে কী রূপরেখা তৈরি হবে, তা নিয়ে আলোচনা হতে পারে আসন্ন বৈঠকে। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে একটি জয়েন্ট কমিশন তৈরি করতে পারে দুই দেশ।