দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি রাকেশ টিকায়েতের

author-image
Harmeet
New Update
দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি রাকেশ টিকায়েতের

নিজস্ব সংবাদদাতাঃ কৃষি আইনের পর এবার ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদ! সংসদে ব্যাঙ্ক আইন সংশোধনী বিল পাশ হলেই দেশজুড়ে কৃষক বিক্ষোভের ধাঁচে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। তাঁর বক্তব্য, এবার বেসরকারিকরণের প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন প্রয়োজন। রবিবার এক টুইটে রাকেশ টিকায়েত জানিয়েছেন, ৬ ডিসেম্বর অর্থাৎ সোমবার সংসদে ব্যাঙ্ক বেসরকারিকরণ করার বিল পেশ হবে। এই বেসরকারিকরণের বিরুদ্ধেও কৃষি আইনের মতো দেশজুড়ে আন্দোলনের প্রয়োজন। সংসদের শীতকালীন অধিবেশনে ব্যাঙ্কিং আইন সংশোধনী বিল ২০২১ পেশ হওয়ার কথা। বিশেষজ্ঞরা বলছেন, আইনটি পাশ হয়ে গেলেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের ক্ষেত্রে সমস্ত বাধা দূর হয়ে যাবে। এবার তাঁরই প্রতিবাদের হুমকি দিলেন রাকেশ টিকায়েত।