যোগীর ডেপুটির কটাক্ষ ঘিরে শোরগোল উত্তরপ্রদেশে

author-image
Harmeet
New Update
যোগীর ডেপুটির কটাক্ষ ঘিরে শোরগোল উত্তরপ্রদেশে

নিজস্ব সংবাদদাতাঃ আগামী বছরই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের কথা মাথায় রেখেই ৪০৩ আসনের উত্তর প্রদেশ বিধানসভা দখলের লড়াইয়ে নিজেদের মতন করে রণকৌশল ঠিক করছে রাজনৈতিক দলগুলি। দিন যত এগোচ্ছে, দেশের সব থেকে বড় রাজ্যে বিধানসভা নির্বাচন নিয়ে রাজনৈতিক পারদ তত চড়ছে। গোবলয়ের এই রাজ্যে নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উঠে আসছে একটি নাম। তিনি পাকিস্তানের প্রতিষ্ঠাতা মহম্মদ আলি জিন্নাহ। শনিবার সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে আক্রমণ করেন উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। তাঁর অভিযোগ, পিছিয়ে পড়া জাতির নাম করে রাজনীতি করেন অখিলেশ। তিনি বলেন, “আমি তাঁকে আর অখিলেশ যাদব নামে ডাকব না, তাঁকে এখন থেকে অখিলেশ আলি জিন্নাহ বলে ডাকব।”