নিজস্ব সংবাদদাতাঃ চমকে দেওয়ার মতো ঘটনার খবর প্রকাশ্যে এল। ছুটির আবেদন মঞ্জুর করা হয়নি। সেইসঙ্গে উলটে আরও কাজ বাড়িয়ে দেওয়া হয় টিআরএস বাহিনীর পঞ্চম ব্যাটেলিয়নের জওয়ান সুকান্ত দাসের। অভিযোগ, তারপর থেকেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। আর সেই রাগেই নিজের দুই সহকর্মীকে মর্মান্তিকভাবে গুলি করে খুন করলেন সুকান্ত। যদিও সিপাহী জলা জেলার এই মর্মান্তিক ঘটনার ঘাতক জওয়ান অস্ত্র-সহ থানায় আত্মসমর্পণ করে। অন্যদিকে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব। উল্লেখ্য, এর আগে ছত্তিশগড়ের সুকমায় সিআরপিএফ ক্যাম্পে নিজেদের সঙ্গীর ওপর গুলি চালায় আরেক জওয়ান। এলোপাথাড়ি গুলিতে নিহত হন ৫০ নম্বর ব্যাটেলিয়নের চার জওয়ান।