old_সর্বশেষ খবর বাংলায় সম্ভাবনা নেই ঘূর্ণিঝড়ের, জওয়াদের প্রভাবে ভারী বৃষ্টির সতর্কতা Harmeet 04 Dec 2021 21:24 IST Follow Us New Update নিজস্ব সংবাদদাতা: জওয়াদ আতঙ্কে কাঁপছে ওড়িশা। ক্রমশ পুরীর দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জওয়াদ। ফাঁকা করা হল পুরীর সমুদ্র সৈকত। আবহাওয়া দফতরের পূর্বাভাস পুরীর দিকে ক্রমশ এগোচ্ছে ঘূর্ণিঝড় জওয়াদ। পুরীতে ঢোকার আগেই শক্তি হারাবে জওয়াদ।শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড়। বাংলায় ঘূর্ণিঝড়ের আশঙ্কা না থাকলেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ রাত থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। কলকাতা, হাওড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হুগলি, ঝাড়গ্রামেও ভারী বৃষ্টির সতর্কতা। উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার সতর্কতা দেওয়া হয়েছে। rain weater kolkata west bengal cyclone odisha north 24 pargana Read More পরবর্তী প্রবন্ধ পড়ুন