নিজস্ব সংবাদদাতাঃ কৃষি আইন প্রত্যাহারের পরও আন্দোলন শেষ হয়নি। ন্যূনতম সহায়ক মূল্য সহ একাধিক ইস্যুতে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে কৃষকেরা। এবার সেই আন্দোলনকারী কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে ফোন করলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার রাতে তিনি কৃষক নেতাদের ফোন করেছেন বলে জানা গিয়েছে। সরকারের সঙ্গে আলোচনার জন্য পাঁচ সদস্যের প্যানেলও তৈরি করছেন কৃষকেরা। আলোচনা ফলপ্রসূ হলে, আন্দোলনের পথ থেকে সরে আসতে পারেন তাঁরা।