নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি একজনের শরীর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা বের করলেন চিকিৎসকরা। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। জেনে অবাক হবেন যে ওই বোমাটি ওই ব্যক্তির গোপনাঙ্গে (মলদ্বারে) আটকে ছিল। ব্রিটেনে বসবাসকারী এই ব্যক্তি যখন তাঁর জীবন সংকটে পড়ে, তখন হাসপাতালে ছুটে যান। এরপর ডাক্তাররা বোমাটির কথা জানতে পারলে তাঁরা বম্ব স্কোয়াডকে খবর দেন। জানা যাচ্ছে, ওই ব্যক্তি নিজেও সামরিক বাহিনীর সদস্য ছিলেন। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বোমার শেল তিনি বাড়িতে রেখেছিলেন। একদিন ঘর পরিষ্কার করার সময় তিনি পা পিছলে বোমার ওপর পড়েন। এই সময় বোমাটি সরাসরি ব্যক্তির গোপনাঙ্গে প্রবেশ করে। এ সময় তিনি অসহ্য যন্ত্রণা অনুভব করেন এবং তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই ব্যক্তির এই অবস্থা দেখে চিকিৎসকরাও আতঙ্কিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডাকা হয়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বোমার আকার ছিল প্রায় 57 মিমি বৃত্তাকার এবং 170 মিমি লম্বা। কিছু দিন পরে ওই ব্যক্তিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে চিকিৎসকদের মতে, তাঁর পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে।