বকেয়া বেতনের দাবিতে অবস্থান বিক্ষোভ

author-image
Harmeet
New Update
বকেয়া বেতনের দাবিতে অবস্থান বিক্ষোভ

হরি ঘোষ, লাউদোহা : শনিবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ঝাঁজরা কোলিয়ারির জেনারেল ম্যানেজারের অফিসের সামনে বকেয়া বেতনের দাবিতে অবস্থান বিক্ষোভে বসল সংশ্লিষ্ট খনির বেসরকারি নিরাপত্তারক্ষীরা।
বিক্ষোভরত এক বেসরকারী নিরাপত্তা কর্মী সৈয়দ আশিক হুসেন জানান,ঝাঁজরা এরিয়ায় কর্মরত বেসরকারি নিরাপত্তা রক্ষীদের একাংশ তাদের বকেয়া তিন মাসের বেতনের দাবিতে খনির জেনারেল ম্যানেজারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। নিরাপত্তারক্ষীদের দাবি, বিগত তিন মাস ধরে তারা তাদের বকেয়া বেতন পাচ্ছেন না। তাই বাধ্য হয়েই তারা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। খনি কর্তৃপক্ষের সঙ্গে বারংবার বৈঠকের পরও সুরাহা হয়নি বলে দাবি তাদের। বিক্ষোভরত বেসরকারি নিরাপত্তারক্ষীদের দাবি, এই ধরনায় যদি তাদের সমস্যার সমাধান না হয়,তাহলে আগামী দিনে আমরণ ধর্নায় বসবেন তারা। যদিও বেসরকারি নিরাপত্তারক্ষীদের দাবির বিষয়ে ইসিএলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।