নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার ঘাটাল,চন্দ্রকোনার বিভিন্ন জায়গায় ঘূর্ণিঝড় জাওয়াদ সচেতনতায় মাইকিং প্রচার ও সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের সচেতন করে এনডিআরএফ এর একটি টিম। শুক্রবার বিকেলে ঘাটাল ব্লকের ঘোলসাই ফ্লাড শেল্টারে পৌঁছায় কল্যাণী থেকে দ্বিতীয় ব্যাটেলিয়ানের ১৮ জনের একটি এনডিআরএফ টিম। এদিন সেই টিম ঘাটালের ঘোলসাই, কুঠি কোনারপুর, বরদাচৌকান সহ বেশকিছু এলাকায় টহলদারির সঙ্গে মাইকিং প্রচার করে। পাশাপাশি এলাকার মানুষদের সঙ্গে কথা বলে ঘূর্ণিঝড় সম্পর্কে করণীয় বিষয়গুলিও অবগত করার কাজ করে এনডিআরএফ এর আধিকারিকরা। একই ভাবে মহকুমার চন্দ্রকোনাতেও ঘূর্ণিঝড় নিয়ে সচেতনতা প্রচার চালায় এই দলটি। চন্দ্রকোনার ক্ষীরপাই,চন্দ্রকোনা পৌরসভার গাছশীতলা মোড় এলাকায় মাইকিং প্রচার ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে ঘূর্ণিঝড় নিয়ে অবগত করা হয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে এদিন সকাল থেকেই জেলার পাশাপাশি ঘাটাল মহকুমাতেও মেঘলা আকাশ ও বৃষ্টি শুরু হয়েছে। তাই আগাম সচেতনতামূলক প্রচার ও প্রস্তুতি হিসাবে এলাকায় এলাকায় ঘুরে মাইকিংয়ে এনডিআরএফ।