দেবাশিস বিশ্বাস, কোচবিহারঃ সিতাইয়ে ক্রমবর্ধমান গোষ্ঠী কোন্দল বন্ধের পথে জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। শনিবার কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে জেলা ২০ জন ব্লক সভাপতিকে নিয়ে বিশেষ বৈঠক করেন জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উদয়ন গুহ এবং জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল জলিল আহমেদ। সম্প্রতি ঘটে যাওয়া বেশ কিছু ঘটনায় সিতাই বিধানসভা কেন্দ্রে একের পর এক অনাস্থা প্রস্তাব আনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছে জেলা। একদিকে যেখানে দলের নির্দেশ রয়েছে অনাস্থা আনা যাবে না সেই দিকে দাঁড়িয়ে শুধুমাত্র রাজ্যের মধ্যে সিতাই বিধানসভা কেন্দ্রে একের পর এক অনাস্থা প্রস্তাব আনাকে কেন্দ্র করে সিতাই এর বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া ও জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন এর মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে। রাজনৈতিক এই টানাপোড়েনের মধ্যে কোচবিহার জেলার ২২ জন ব্লক সভাপতির মধ্যে ২০ জন এদিনের সভায় উপস্থিত থাকে জেলা সভাপতি সহ চেয়ারম্যানের সমস্ত সিদ্ধান্তকে সমর্থন দিয়েছেন। অবিলম্বে সিতাই বিধানসভা কেন্দ্রে শান্তি এবং দলীয় পরিকাঠামো ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে বলে দাবি তুলেছেন তারাও।