ভারতীয় সেনার শক্তি বৃদ্ধি

author-image
Harmeet
New Update
ভারতীয় সেনার শক্তি বৃদ্ধি



নিজস্ব সংবাদদাতা :
ভারতীয় সেনার হাতে খুব শীঘ্রই আসতে চলেছে এ কে ২০৩ রাইফেল। রাশিয়ান টেকনোলজি দ্বারা তৈরি, এ কে সিরিজের অন্যতম শক্তিশালী হাতিয়ার এটি। সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভারতে আছেন একদিনের সফরে। সেদিনই ভারত সরকারের সঙ্গে চুক্তি সম্পন্ন হবে। ভারত রাশিয়ার থেকে মোট ৬ লক্ষ ৭১ হাজার এ কে ২০৩ রাইফেল কিনবে। এর মধ্যে ৭০ হাজার টি কিনবে সরাসরি। বাকি ক্ষেপণাস্ত্র তৈরি হবে উত্তরপ্রদেশের আমেথিতে।



পাকিস্তান ও চিন সীমান্তে কার্যকরী ভূমিকা নিতে পারে এ কে ২০৩। ওজনে হাল্কা ও ফায়ারিং রেঞ্জ বহু গুণ বেশি ইনসাসের চেয়ে। একটি ম্যাগাজিনে ৩০ টি করে ৭.৬২ ক্যালিবারের বুলেট থাকে। এই রাইফেলের সুবিধা প্রথম এক বছর কোনও মেনটেনেন্স চার্জ লাগে না। সেনাদের জন্য ব্যবহার করা একেবারে সহজ পদ্ধতি। সিঙ্গল এবং বার্স্ট মোডে অসাধারণ নির্ভুল লক্ষ্য। নাইট ভিশন মোডেও দারুন কার্যকরী এ কে ২০৩।