নিজস্ব সংবাদদাতাঃ কৃষি আইন প্রত্যাহার হলেও কৃষক আন্দোলন থামেনি। তাঁদের বাকি দাবি মানতে হবে এই দাবি তুলে এখনও অবধি আন্দোলন চালাচ্ছেন কৃষকরা। এরই মাঝে নতুন কথা বললেন কৃষক নেতা রাকেশ টিকেইত। এসকেএম কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলার জন্য একটি ৫ সদস্যের কমিটি গঠন করেছে। এটি সরকারের সঙ্গে কথা বলার জন্য অনুমোদিত সংস্থা হবে। এই কমিটিতে থাকবেন বলবীর সিং রাজেওয়াল, শিব কুমার কাক্কা, গুরনাম সিং চারুনি, যুধবীর সিং এবং অশোক ধাওয়ালে। ৭ ডিসেম্বর এসকেএমের পরবর্তী বৈঠক হবে বলে জানালেন কৃষক নেতা রাকেশ টিকেইত।