নেপাল থেকে আমন্ত্রণ পেলেন বাংলার মুখ্যমন্ত্রী

author-image
Harmeet
New Update
নেপাল থেকে আমন্ত্রণ পেলেন বাংলার মুখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতাঃ সবে মুম্বই থেকে কলকাতায় এসেছেন। তাঁর মধ্যেই যাবেন জেলা সফরে। তারপর সেখান থেকে গোয়া সফর। ফিরেই কলকাতা পুরসভা নির্বাচনের প্রচার। এই ব্যস্ত কর্মসূচির মধ্যে নেপাল থেকে তাঁর আমন্ত্রণ এলো। হ্যাঁ, তিনি বাংলার মুখ্যমন্ত্রী তথা দেশের বিরোধী মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আমন্ত্রণ এসেছে প্রতিবেশী দেশ নেপাল থেকে। একটি সভায় বক্তব‌্য রাখার জন‌্য কাঠমাণ্ডু থেকে আমন্ত্রণ এসেছে। সূত্রের খবর, সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন মুখ‌্যমন্ত্রী। বড় কোনও কর্মসূচি পড়ে না গেলে আগামী সপ্তাহেই একদিনের সফরে নেপাল যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর জন্য কেন্দ্রীয় সরকারের অনুমতি চাওয়া হচ্ছে বলে সূত্রের খবর। কেন্দ্রীয় সরকার অনুমতি দিলে, ১১ ডিসেম্বর মুখ‌্যমন্ত্রী নেপালে যেতে পারেন। তারপর সেখান থেকে ফিরে দু’‌দিনের গোয়া সফরে যাবেন মমতা। তাঁর সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।