পুরভোটের স্ট্র্যাটেজি বৈঠকে কড়া বার্তা অভিষেকের

author-image
Harmeet
New Update
পুরভোটের স্ট্র্যাটেজি বৈঠকে কড়া বার্তা অভিষেকের

নিজস্ব সংবাদদাতাঃ সামনেই কলকাতা পুরভোট। সেই পুরভোটের রণকৌশল নির্ধারণ করতে শনিবার তৃণমূলের বৈঠক। আর সেই বৈঠকেই একেবারে কড়া বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। টিকিট না পাওয়া নেতারাও এদিন বৈঠকে ছিলেন। বৈঠক সূত্রে খবর, এদিন অভিষেক স্পষ্টতই জানিয়ে দেন, ভোটদানে কোনও ভাবেই বাধা দেওয়া যাবে না। ভোটে বিশৃঙ্খলা কোনও ভাবেই বরদাস্ত করা যাবে না। দলের ঊর্ধ্বে কেউ নয়। এভাবেই কড়া বার্তা দিয়েছেন অভিষেক। এর জেরে স্বাভাবিকভাবে কিছুটা হলেও থমকে গিয়েছেন নেতা কর্মীদের একাংশ। বৈঠক থেকে বেরিয়ে একাধিক তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, কোনও ভাবেই জবরদস্তি করা যাবে না। বিরোধী দলের সমর্থকদের বাড়িতেও যেতে হবে। ভোটদানে বাধা দিলে বা অশান্তি তৈরি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকী কোনও নেতার ছাতার তলায় থেকেও রেহাই মিলবে না। তবে এসব কথা শুনে বিরোধীদের দাবি, সবটাই আইওয়াশ।