নিজস্ব সংবাদদাতাঃ গত ২০১৯ সালের ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীর নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। ওইদিন উপত্যকা থেকে ৩৭০ ধারা বাতিল করে সেটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘটনার দু বছর কেটে গিয়েছে। ফের এই ধারা নিয়ে বক্তব্য রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, '২০১৯ সালে ৩৭০ ধারা বিলোপের পরে কাশ্মীরে শান্তি, ভাল ব্যবসায়িক বিনিয়োগ এবং পর্যটকদের আগমন দেখা যাচ্ছে।' তিনি আরও বলেন, দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সময় অক্সিজেনের ঘাটতির বিরুদ্ধে সফলভাবে লড়াই করার জন্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।