নিজস্ব সংবাদদাতাঃ উত্তরাখণ্ড সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়েই প্রাক্তন রাজ্য সরকারকে এক হাত নিলেন প্রধানমন্ত্রী। এদিন তিনি দেহরাদুনে বলেন, 'পূর্ববর্তী সরকার পার্বত্য সীমান্ত এলাকার অবকাঠামো নিয়ে ততটা আন্তরিকভাবে কাজ করেনি যতটা তাদের করা উচিত ছিল। তারা সব স্তরে সেনাবাহিনীর মনোবল হ্রাস করার অঙ্গীকার করেছিল। আমরা এক পদ, এক পেনশন, আধুনিক অস্ত্র প্রদান এবং সন্ত্রাসীদের উপযুক্ত জবাব কার্যকর করেছি। ২০০৭ থেকে ২০১৪ সালের মধ্যে কেন্দ্রীয় সরকার উত্তরাখণ্ডে ৬০০ কোটি টাকার মাত্র ২৮৮ কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণ করেছে, যেখানে আমাদের সরকার ৭ বছরে উত্তরাখণ্ডে ১২,০০০ কোটি টাকার ও বেশি মূল্যের ২,০০০ কিলোমিটারেরও বেশি জাতীয় মহাসড়ক নির্মাণ করেছে।'