তৃণমূলের স্ট্র্যাটেজি বৈঠক

author-image
Harmeet
New Update
তৃণমূলের স্ট্র্যাটেজি বৈঠক

নিজস্ব সংবাদদাতাঃ আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার নির্বাচন। শুরু হয়ে গিয়েছে প্রচার। এই পরিস্থিতিতে কোনও গাফিলতি রাখতে চায় না তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাই প্রার্থীদের নিয়ে শনিবার বিশেষ বৈঠকের আয়োজন করেছেন তাঁরা। আজ হাজরা রোডের মহারাষ্ট্র নিবাস হলে তৃণমূল কংগ্রেসের সব প্রার্থীদের বৈঠকে ডাকা হয়েছে। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, এদিনের বৈঠকে নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত আলোচনা এবং বেশকিছু নির্দেশ দেওয়া হয়েছে প্রার্থীদের।  অবাধ ও সুষ্ঠ নির্বাচন করার কথা এখানে বলা হয়েছে। কোনও রকম অশান্তি বরদাস্ত করা হবে না বলে জানানো হয়েছে। এই নির্বাচনে বিরোধীদের প্ররোচনায় পা দেওয়া যাবে না বলেও সতর্ক করা হয়েছে। প্রত্যেক প্রার্থীকে সংযম রাখতে বলা হয়েছে এবং কর্মী–সমর্থকদেরও সেই নির্দেশ দিতে বলা হয়েছে। নিবিড় জনসংযোগ করে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী রাজ্য সরকারের প্রকল্পগুলিকেও প্রচারের আলোয় নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে।