নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশে ভারত-রাশিয়ার যৌথ প্রচেষ্টায় উৎপাদিত হবে AK-203 অ্যাসল্ট রাইফেল। বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী সপ্তাহে ভারত সফরের আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের সেই সফরের আগেই উত্তরপ্রদেশের আমেথির একটি ফ্যাক্টরিতে যৌথভাবে AK-203 অ্যাসল্ট রাইফেল তৈরির জন্য ভারত রাশিয়ার সাথে ৫,১০০ কোটি টাকার একটি চুক্তি সম্পন্ন হয়েছে। কেন্দ্র আজকেই সেই চুক্তিকে সবুজ সংকেত পেলো। উত্তরপ্রদেশে রাইফেল তৈরির বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রকের কর্তা বলেন, ‘এই রাইফেল তৈরির অনুমোদনটি প্রতিরক্ষা অধিগ্রহণের দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করবে। অন্য দেশের থেকে অস্ত্র না কিনে এখন ফোকাস মেক ইন ইন্ডিয়াতে। এই প্রচেষ্টা দুই দেশের মধ্যে গভীরতর অংশীদারিত্বকেও প্রতিফলিত করবে।’ তিনি আরও বলেন, ‘প্রকল্পের কাঁচামাল এবং উপাদান সরবরাহের জন্য বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং অন্যান্য প্রতিরক্ষা সংস্থাকে ব্যবসার সুযোগ প্রদান করবে। এটা নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।’