নিজস্ব প্রতিনিধি, হুগলীঃ ঘূর্নিঝড় জওয়াদের জেরে দুদিন বন্ধ থাকবে হুগলী জেলার গঙ্গা তীরবর্তী ফেরিঘাট।
জওয়াদের আশঙ্কার বন্ধ করা হল হুগলীর ফেরি ঘাট গুলো। আজ সকাল সাড়ে ছটা থেকে চুঁচূড়া নৈহাটি ফেরি পারাপার বন্ধ করে দেওয়া হয়। হুগলী জেলা প্রশাসনের নির্দেশে বন্ধ রয়েছে চুঁচূড়া থেকে উত্তরপাড়া ও অন্যান্য ফেরি ঘাট গুলো। জেলা প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়েছে ঘূর্নিঝড়ের সতর্কতায় আজ ও কাল দুদিন বন্ধ থাকবে ফেরিঘাট। অনেক যাত্রী ফেরিঘাট বন্ধ থাকবে, না জানা থাকায় এসে ফিরে যাচ্ছেন। কেউ কেউ বিকল্প পথে পাড়ি দিচ্ছেন গন্তব্যে। জওয়াদ ঠিক কখন স্থলভাগে আছড়ে পরবে তা এখনো নিশ্চিত নয় তবে তার জেরে নিম্নচাপ সৃষ্টি হবে এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। সকাল থেকে ছিঁটেফোঁটা বৃষ্টি শুরু হয়েছে জেলায়। আকাশ মেঘে ঢেকে রয়েছে। ঘুরপথে কেউ নৌকা করে পারাপার যাতে না করতে পারে তার জন্য পুলিশ নজরদারী চলাচ্ছে।