নিজস্ব সংবাদদাতাঃ আবার মাওবাদী পোস্টার উদ্ধার হল পুরুলিয়া থেকে। এই ঘটনায় সকাল থেকেই আতঙ্ক ছড়িয়েছে সাধারণ গ্রামবাসীদের মধ্যে। আজ, শনিবার পুরুলিয়ার বান্দোয়ান থানার দুয়ারসিনি মোড়ে মাওবাদী পোষ্টার উদ্ধার হয়েছে। ঝাড়খণ্ড–বাংলা সীমানায় এই দুয়ারসিনি মোড়। সেখানে একটি সরকারি বোর্ডে হিন্দিতে লেখা এই পোষ্টার দেখতে পান গ্রামবাসীরা। তাঁরাই আতঙ্কে কাঁটা হয়ে বান্দোয়ান থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পোষ্টারগুলি উদ্ধার করে। হিন্দি ভাষায় সেখানে লেখা, ‘নকশালরা একসঙ্গেই আছে। নকশালরা বাড়ি ছাড়া রয়েছে। তাঁদের পরিবারের জন্য অর্থ সংগ্রহ করছে।’ এই পোস্টার থেকে পুলিশের অনুমান কোনও নাশকতার ছক চলছে। এটা তাঁর আগাম পূর্বাভাস। এই পোস্টারের পর থেকেই নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন শীতের মরশুমে দুয়ারসিনিতে প্রচুর পর্যটক আসেন।