নিজস্ব সংবাদদাতাঃ একদিকে ওমিক্রণ জুজু। অন্যদিকে ঘূর্ণিঝড় জাওয়াদ। এই দুইয়ের সাঁড়াশি চাপ এখন গোটা দেশ তথা বাংলায়। তাঁর মধ্যেই দক্ষিণ কলকাতার ফুসফুস রবীন্দ্র সরোবরে এবার কচিকাঁচাদের প্রবেশে অনুমতি মিলল। এই প্রবেশে জারি ছিল নিষেধাজ্ঞা। তবে সাবালকরা সেখানে প্রবেশ করতে পারছিলেন। এমনকী প্রাতঃভ্রমণ চলছিল জোরকদমে। শুধু বাকি ছিল শিশুরা। এবার তাতেও মিলল ছাড়পত্র। আজ, শনিবার থেকে খুদেদের জন্য খুলে দেওয়া হল রবীন্দ্র সরোবর। জানা গিয়েছে, নির্দিষ্ট সময়ে রবীন্দ্র সরোবরের ভিতরের দুটি চিলড্রেন্স পার্ক সহ গোটা লেকেই ঘুরে বেড়াতে পারবেন শিশুরা। তবে তাঁদের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। সকাল ৬টা থেকে ৮টা এবং বিকেল ৪টে থেকে ৬টা শিশুরা প্রবেশ করতে পারবে রবীন্দ্র সরোবর লেকে। এই অনুমতি জারি করেছেন কেএমডিএ কর্তৃপক্ষ।