নিজস্ব সংবাদদাতাঃ একদিকে কংগ্রেস অন্যদিকে বামফ্রন্ট—এই দুই পক্ষকেই তুলোধনা করছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই ইউপিএ’র কোনও অস্তিত্ব নেই, নেতৃত্ব কারও স্বর্গীয় অধিকার নয় থেকে কংগ্রেস ডিপ ফ্রিজে বলে কটাক্ষ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবার কলকাতা পুরসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের নিশানায় পড়ল সিপিআইএম। শনিবার তৃণমূল কংগ্রেসের মুখপত্রের সম্পাদকীয়তে লেখা হয় ‘কলকাতার ধর্মতলা চত্বরে প্রায় শতাব্দী প্রাচীন বহু বাড়ি রয়েছে। তাঁর মধ্যে একটি সাদা বাড়ি, যাকে কলকাতার মানুষ জাদুঘর হিসাবে জানেন। সেই জাদুঘরেই নিজেদের নাম খোদাই করে রাখার জন্য চ্যালেঞ্জ নিয়েছে রাজ্যের বামেরা। ২৩৬ থেকে এখন তাঁরা আক্ষরিক অর্থে শূন্য। বিধানসভায় শূন্য। লোকসভায় শূন্য। কলকাতা পুরসভা নির্বাচন শেষ হলে সেখানেও বিগ জিরো নিশ্চিত। পঞ্চায়েতেও ঘটনার পুনরাবৃত্তি হবে।’