নিজস্ব সংবাদদাতাঃ কৃষি আইন প্রত্যাহার বাস্তবায়িত হয়েছে। প্রতিশ্রুতি রেখেছে কেন্দ্র। তা সত্ত্বেও কৃষক আন্দোলন যেন থামতেই চাইছে না। ন্যূনতম মূল্যবৃ্দ্ধি ও আন্দোলনের সময়ে মৃত কৃষকদের মৃত্যুর ক্ষতিপূরণের দাবিতে কেন্দ্রের সঙ্গে কথা বলতে চেয়ে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। সম্প্রতি কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর সংসদে জানিয়েছিলেন, কৃষক মৃত্যু নিয়ে কেন্দ্রের কাছে কোনও তথ্য় পরিসংখ্যান নেই। এবার সেই বক্তব্যকেই সামনে রেখে কেন্দ্রের মোদী সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।