নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা পুরসভা নির্বাচন ১৯ ডিসেম্বর। প্রার্থী তালিকা ঘোষণা করেছে প্রত্যেকটি রাজনৈতিক দল। সেখানে জোট হচ্ছে না বলেই প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। কংগ্রেসও একই পথ ধরেছিল। তবে বামেরা বেশ কয়েকটি আসনে প্রার্থী না দিয়ে খালি রেখেছিল। তখনই আঁচ করা গিয়েছিল এমন কিছু ঘটতে পারে। এবার অলিখিতভাবে তাই ঘটল। আনুষ্ঠানিকভাবে দু’পক্ষই এবার কলকাতা পুরসভা নির্বাচনে জোট করার কথা ঘোষণা করেনি। প্রার্থী তালিকা তৈরির আগে তাই বৈঠকেও বসেনি। সাংগঠনিক দুর্বলতার কারণে বামফ্রন্ট–কংগ্রেস বেশ কিছু ওয়ার্ডে এবার প্রার্থী দিতে পারেনি। তবে অন্তত ৩৩টি আসনে শেষ মুহূর্তে অলিখিত জোট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আবার এমন দু’টি ওয়ার্ড রয়েছে যেখানে বামফ্রন্ট এবং কংগ্রেস কোনও পক্ষই প্রার্থী দেয়নি। সেখানে তাঁরা কাকে সমর্থন জানাবে তা স্পষ্ট নয়।