বিজেপিকে চ্যালেঞ্জ অখিলেশের

author-image
Harmeet
New Update
বিজেপিকে চ্যালেঞ্জ অখিলেশের

নিজস্ব সংবাদদাতাঃ বছর ঘুরলেই বহুল চর্চিত উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। কথিত আছে দেশের সর্ববৃহৎ রাজ্যে যারা ভাল ফল করে তাঁরাই দিল্লি লড়াইয়ে অনেকটাই এগিয়ে যায়। সেই দিক থেকে দেখতে গেলে ২০২৪ সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এই নির্বাচন বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজেপি কিছুটা এগিয়ে থাকলেও জমি ছাড়তে নারাজ উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। শুক্রবার রাজ্যের শাসক বিজেপির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেন অখিলেশ। তাঁর দাবি আগামী বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশের জনতা ‘মিথ্যা প্রতিশ্রুতির’ বিজেপি সরকারকে প্রত্যাখ্যান করবে। তিনি বলেন, “বুন্দেলখণ্ডের সদর দরজা এবার বিজেপির জন্য বন্ধ। মানুষ আর বিজেপির মিথ্যা প্রতিশ্রুতিকে বিশ্বাস করেনা। জনগণই নিশ্চিত করবে বিজেপি যেন আর ক্ষমতায় না আসে। বিধানসভা নির্বাচনে মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও কৃষকদের আয় হ্রাসই প্রধান ইস্যু।”