নিজস্ব সংবাদদাতাঃ করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের জন্য হঠাৎ করেই ভারতীয় ক্রিকেট টিমের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কিন্তু সূত্রের খবর, বিরাট কোহলিদের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে সবুজ সঙ্কেত দিয়েছে বিসিসিআই। এই সফরে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং চারটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলার কথা ভারতের। ১৭ ডিসেম্বর থেকে প্রথম টেস্ট শুরু হওয়ার কথা রয়েছে। বিসিসিআইয়ের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, ‘আমরা দক্ষিণ আফ্রিকা যাচ্ছি এবং এটি নিশ্চিত হয়েছে।’ দক্ষিণ আফ্রিকা সরকারের তরফে আগেই জানানো হয়েছিল, ভারতকে সুরক্ষা দিতে সব ধরনের ব্যবস্থা নেবে তাঁরা। বিরাট কোহলিদের জন্য জৈব সুরক্ষা বলয়ের ব্যবস্থা করবে বলে জানানো হয় দক্ষিণ আফ্রিকা সরকারের তরফে। বিরাট কোহলি ব্রিগেডের ৯ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় পৌঁছানোর কথা।