ভোটমুখী উত্তরাখণ্ড সফরে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন একাধিক প্রকল্প

author-image
Harmeet
New Update
ভোটমুখী উত্তরাখণ্ড সফরে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন একাধিক প্রকল্প

নিজস্ব সংবাদদাতাঃ ভোটমুখী উত্তরখণ্ড সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দেবভূমিতে, একাধিক নতুন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই পাশাপাশি প্রায় ১৮ হাজার কোটি টাকা প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে দিল্লি দেরাদুন ইকোনমিক করিডর অন্যতম। সড়ক পরিবহন মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রীর উত্তরাখণ্ড সফরে একাধিক পরিকাঠামোগত প্রকল্পের উদ্বোধন বা শিলান্যাস হবে। রাস্তাঘাটের উন্নয়ন হলে সেই এলাকায় পর্যটন ব্যবস্থারও অনেক উন্নতি হবে। দুর্গম এলাকাগুলিতে উন্নত যোগাযোগ ব্যবস্থা স্থাপনে বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। রাজ্য জাতীয় সড়কের উন্নতি সংক্রান্ত ৮৩ টি কাজ চলছে। ২০২৩ সালের মধ্যে সেই কাজ সম্পূর্ণ হবে। ইকোনমিক করিডর ছাড়াও দেরাদুনে ৭ টি নতুন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্য বদ্রীনাথ ধামের যাত্রপথে ধস বিরোধী একটি প্রকল্পও রয়েছে বলে জানা গিয়েছে। ৫৮ নম্বর জাতীয় সড়কে লাম্বাগড়, সাকানিধর, শ্রীনগর এবং দেবপ্রয়াগে ধস প্রতিরোধের জন্য এই নির্মাণ করা হয়েছে। বছর ঘুরতেই উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন। সেই দিক থেকে প্রধানমন্ত্রীর এই সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।