জাওয়াদের দোসর কোটাল!

author-image
Harmeet
New Update
জাওয়াদের দোসর কোটাল!

নিজস্ব সংবাদদাতাঃ জাওয়াদের ঝাপটা সেই সঙ্গে কোটাল নিয়ে দুশ্চিন্তা? দুশ্চিন্তায় প্রশাসন। উদ্বেগে আবহাওয়াবিদররাও। শনিবার বিকাল থেকে ঝড়ের বেগ বাড়বে উপকূলবর্তী এলাকাগুলিতে। ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। অমাবস্যার ভরা কোটালের জন্যও বিপদ আরও বেশি আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। বাঁধগুলি নিয়ে বাড়ছে উদ্বেগ। ওড়িশা, অন্ধ্র ও বাংলার উপকূলে মোতায়েন এনডিআরএফ। বিপর্যয় মোকাবিলায় মোতায়েন এনডিআরএফের ৪৬ টি টিম। ঘূর্ণিঝড়ের সর্তকতা হিসেবে আগামী কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। অকারণে বাড়ির বাইরে না বেরোনোর নির্দেশ দিয়েছে প্রশাসন। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলবর্তী এলাকা গুলোতে ঝড়ো হাওয়া বইবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার করে বৃষ্টি হবে, তাই বজ্রপাতে দুর্ঘটনা এড়াতে বড় খোলা মাঠে না যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর।
বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকার কারণে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে। তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। কলকাতার আকাশ প্রধানত মেঘলা। এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার। কলকাতায় বজ্রগর্ভ মেঘ সঞ্চার করে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস।