লভ বাইট নিয়ে ৫ সাবধানতা

author-image
Harmeet
New Update
লভ বাইট নিয়ে ৫ সাবধানতা

নিজস্ব সংবাদদাতাঃ ১। ক্ষত: লভ বাইট কিন্তু আসলে ক্যাপিলারি ছিঁড়ে গিয়ে গভীর ক্ষত তৈরি করে। যা পরে জটিল সমস্যা ডেকে আনতে পারে।

২। আয়রন: সঙ্গীর লভ বাইটে যদি আপনার ত্বকে গভীর লাল দাগ হয়ে যায় তা হলে বুঝতে হবে আপনার শরীরে আয়রনের ঘাটতি রয়েছে।

৩। হারপিস: ওরাল হারপিসের মতো মারণ ভাইরাস ছড়াতে পারে লভ বাইটের মাধ্যমে। অবশ্যই সাবধান থাকুন।
৪। স্থায়ী ক্ষত: জেনে রাখুন লভ বাইট থেকে হওয়া ক্ষত কিন্তু সারে না। দাগ থেকে না গেলেও অনেক সময়ই ভিতরের ক্ষত থেকে যায়। রক্তেও সংক্রমণ ঘটতে পারে।

৫। দাগ: আপনার ত্বক যদি অতিরিক্ত সংবেদনশীল হয় তবে স্থায়ী দাগ হয়ে যেতে পারে। নতুন লভ বাইট দেখতে যতটা আকর্ষক, পুরনো ক্ষতের দাগ কিন্তু ততটাই বিরক্তিতে ফেলবে আপনাকে।