দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ ঘূর্ণিঝড় জাওয়াদ এর আগে প্রস্তুত রাজ্য, মেদিনীপুরে জানালেন মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া । তিনি জানান ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্যসচিব রাজ্যের সমস্ত জেলার ডিএম-দের সাথে বৈঠক সেরে নিয়েছেন । পূর্ব মেদিনীপুরের সমুদ্র তীরবর্তী এলাকা থেকে মানুষকে ইতিমধ্যেই সরানো হচ্ছে । পাশাপাশি সমস্ত জায়গায় পঞ্চায়েত প্রতিনিধিদের সাথে ভিডিও সহ সমস্ত প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত রকম প্রস্তুতি রাখার জন্য প্রশাসন সমস্ত দিক থেকে প্রস্তুত বলে জানিয়েছেন মন্ত্রী । রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও প্রস্তুত বলে জানিয়েছেন তিনি । কোস্টাল এরিয়ায় মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, মাইকিং চলছে বিভিন্ন জায়গাতেই । প্রাকৃতিক বিপর্যয় বারেবারে ক্ষতবিক্ষত করছে রাজ্যকে । অন্ধপ্রদেশ, উড়িষ্যার পরেই পশ্চিমবঙ্গ থার্ড টার্গেট বলেই মনে করছেন তিনি। শুক্রবার মেদিনীপুরে মন্ত্রী মানস ভুঁইয়ার হাতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে পালিত হল হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের 77 তম প্রতিষ্ঠা দিবস ও 27 স্টুডেন্ট রিইউনিয়ন দিবস। এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার স্বাস্থ্য আধিকারিক ভুবন চন্দ্র হাঁসদাসহ মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুন্ডু, পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ ও হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ড: শ্রীমন্ত সাহা এবং কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা। দীর্ঘদিন মহামারী করোনা আবহে থাকার পর এই প্রথম কলেজ মুখো হয়ে খুশি ছাত্র ছাত্রীরা।