আন্দোলনে থমকে গেল হাসপাতাল নির্মাণের কাজ

author-image
Harmeet
New Update
আন্দোলনে থমকে গেল হাসপাতাল নির্মাণের কাজ


হরি ঘোষ,রানীগঞ্জঃ আদিবাসীদের আন্দোলনের জেরে থমকে গেল বেসরকারি হাসপাতাল নির্মাণের কাজ। রানীগঞ্জ থানার অন্তর্গত রানিসায়ের জোড়া মন্দিরের পাশের জমিতে বেসরকারি হাসপাতাল নির্মান ঘিরে উত্তেজনা ছড়াল শুক্রবার। আদিবাসীদের অভিযোগ তাঁদের ব্যবহারের জমি জায়গা দখলের চেষ্টা চালাচ্ছে জমি মাফিয়ারা। এই এলাকায় জমি ভরাট করে বাউণ্ডারি হলে গ্রামে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। এমনকি তাঁরা যে পুকুরটি ব্যবহার করে থাকেন সেটিও ভরাট হয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলেন স্থানীয় আদিবাসী বাসিন্দারা। রানিসায়ের মোড়ের কাছে একটি বেসরকারি সংস্থা হাসপাতাল তৈরীর জন্য ব্যক্তিগত মালিকানাধীন ৫ বিঘা জমি কিনেছে। গত কয়েক মাস ধরে ২ নম্বর জাতীয় সড়কের পাশে সেই জমি লেভেল বা সমান করার কাজ করছে একটি ডেভলপার সংস্থা। গত আগস্ট মাসে ওই মাটি ভরাটের কাজ দেখে স্থানীয় আদিবাসীরা তীর,ধনুক নিয়ে বিক্ষোভে নেমেছিলেন। তারপরেই বন্ধ হয়ে যায় সমস্ত নির্মাণে কাজ। এরপর গত তিনমাস ধরে বন্ধ ছিল জমি ভরাটের কাজ। তিনমাস পর ফের নতুন করে জমি ভরাটের কাজ শুরু হলেও কাজে বাধা দেন স্থানীয়রা। তাঁদের দাবি ত্রিপাক্ষিক বৈঠক না করে এই জমিতে কোনও নির্মাণের কাজ করা যাবে না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানিগঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী। আপাতত জমি ভরাটের কাজ বন্ধ করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।