নিজস্ব সংবাদদাতাঃ অর্থনীতির ধীর গতি এবং তার পরে করোনায় বিপর্যস্ত আবাসন শিল্পের মুখে হাসি ফুটিয়েছিল মে থেকে অক্টোবর পর্যন্ত বাড়ির নথিভুক্তি বৃদ্ধি। কিন্তু নভেম্বরে এসে ধাক্কা খেল সেই গতি। উপদেষ্টা সংস্থা নাইট ফ্র্যাঙ্কের রিপোর্ট জানাল, গত মাসে বৃহত্তর কলকাতায় বাড়ি-ফ্ল্যাট নথিভুক্তি কমেছে ৬২%। কম, মাঝারি বা বেশি— সব মাপের বাড়ি-ফ্ল্যাটের ক্ষেত্রেই ধাক্কা খেয়েছে চাহিদা।