শিয়ালদহে মেট্রো ছুটবে সামনের বছর

author-image
Harmeet
New Update
শিয়ালদহে মেট্রো ছুটবে সামনের বছর


নিজস্ব সংবাদদাতা :
এখনই শিয়ালদহ মেট্রো স্টেশন চালু হচ্ছে না। এখনও কিছু কাজ বাকি রয়েছে। আরও দুমাস সময় লাগবে বলে অনুমান। সেই সঙ্গে কমিশনার অফ রেলওয়ের সেফটি অনুমোদনের সার্টিফিকেটও প্রয়োজন। সুতরাং, শিয়ালদহ মেট্রোয় ওঠার জন্য অপেক্ষা করতে হবে ২০২২-এর আগমনের। মাটির নিচে যেমন দ্রুত গতিতে কাজ এগোচ্ছে, মাটির ওপরে তেমনকাজ হচ্ছে জোরকদমে। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের গুরুত্বপূর্ণ স্টেশন হতে চলেছে এটি। মেট্রো স্টেশন আর রেলওয়ে স্টেশন যেহেতু একেবারে লাগোয়া তাইযাত্রী নিরাপত্তার দিকটি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। শিয়ালদহ মেট্রো স্টেশনে তিনটি প্ল্যাটফর্ম থাকবে। ৫ টি লিফট ও ৯ টি সিঁড়ি থাকছে যাত্রীদের ব্যবহারের জন্য। ১৮টি এস্ক্যালেটার থাকছে। টিকিট কাউন্টারের সংখ্যা হবে ২৭টি। ইতিমধ্যেই শুরু হয়েছে ফ্লোর সাজানোর কাজ।