বিরাটের আউট নিয়ে তীব্র বিতর্কে টিভি আম্পায়ার

author-image
Harmeet
New Update
বিরাটের আউট নিয়ে তীব্র বিতর্কে টিভি আম্পায়ার

নিজস্ব সংবাদদাতাঃ টিভি আম্পায়ার আবার সমালোচনার মুখে। বিরাট কোহলির এলবিডব্লিউ নিয়ে তীব্র হইচই চলছে সোশ্যাল মিডিয়ায়। ডিআরএস সিস্টেমের গুরুত্ব নিয়েও উঠে গিয়েছে প্রশ্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বিশ্রাম নিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে টিমে ফিরেছেন অধিনায়ক। কিন্তু চার বল খেলেই আউট হয়ে গিয়েছেন তিনি। মুম্বইজাত বাঁ হাতি স্পিনার আজাজ প্যাটেলের বলটা বিরাটের ব্যাটে না প্যাডে আগে লেগেছিল, তা নিয়ে তীব্র আলোচনা চলছে। আজাজের বল পা বাড়িয়ে ডিফেন্স করেছিলেন বিরাট। রিপ্লেতে দেখে মনে হয়েছে, বল আগে ব্যাটে লেগে তারপর প্যাডে লেগেছিল। কিন্তু ভারতীয় আম্পায়ার অনিল চৌধুরি আঙুল তোলার পরই রিভিউ নিয়েছিলেন বিরাট। তবে, আজাজের বল বিরাটের ব্যাটে না প্যাডে আগে লেগেছিল, তা পরিষ্কার বোঝা যায়নি। সেখানেই খুঁটিয়ে দেখে আউটের সিদ্ধান্ত দেন টিভি আম্পায়ার বীরেন্দ্র শর্মা। আর তা থেকেই ছড়িয়েছে বিতর্ক। আউটের সিদ্ধান্তে একেবারেই খুশি হতে পারেননি ভারত অধিনায়ক। আউট হয়ে ফেরার সময় বিরাটকে কথা বলতে দেখা যায় আম্পায়ার অনিলের সঙ্গে। কোচ রাহুল দ্রাবিড়ও রীতিমতো অসন্তুষ্ট হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন নানা লোকজন।