নবাবকে লজ্জার রেকর্ডের হাত থেকে মুক্তি দিলেন কোহলি

author-image
Harmeet
New Update
নবাবকে লজ্জার রেকর্ডের হাত থেকে মুক্তি দিলেন কোহলি

নিজস্ব সংবাদদাতাঃ সেঞ্চুরির খোঁজে মাঠে নেমে শূন্য রানের লজ্জাজনক নজির গড়ে বসলেন বিরাট কোহলি। তাও আবার পয়া ওয়াংখেড়ে স্টেডিয়ামেই এমন এক রেকর্ড গড়লেন বিরাট, যা তিনি কোনওদিনই মনে রাখতে চাইবেন না। আসলে প্রথম ও একমাত্র ভারতীয় ক্যাপ্টেন হিসেবে টেস্টে ১০ বার শূন্য রানে আউট হলেন কোহলি। ভারত অধিনায়কদের মধ্যে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। টেস্টে নেতৃত্ব দিতে নেমে ধোনি মোট ৮ বার খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। উল্লেখ্য, ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪ বলে কোনও রান না করেই আজাজ প্যাটেলের বলে এলবিডব্লিউ হন কোহলি। ভারত অধিনায়ক হিসেবে দেশের মাঠে টেস্টে সবথেকে বেশি ৬ বার শূন্য রানে আউট হলেন বিরাট, যা একটি রেকর্ড। এই নিরিখে তিনি টপকে গেলেন মনসুর আলি খান পতৌদিকে। নবাব পতৌদি নিজের দেশে টেস্ট ক্যাপ্টেন হিসেবে মোট ৫ বার শূন্য রানে আউট হয়েছে। সেদিক থেকে নবাবকে লজ্জার নজির থেকে কোহলি মুক্তি দিলেন বলা যায়।