নতুন হলিউড চলচ্চিত্র 'কান্দাহার'-এ আলী ফজল

author-image
Harmeet
New Update
নতুন হলিউড চলচ্চিত্র 'কান্দাহার'-এ আলী ফজল

নিজস্ব সংবাদদাতাঃ একবার ফের হলিউডে দেখা যাবে   আলি ফাজালকে। স্কটিশ পরিচালক রক রমান অগাও-এর পরবর্তী সিনেমা  কান্দাহার-এ দেখা যাবে তাঁকে। এই সিনেমাটি আফগানিস্তানের এক ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রেক্ষাপটে তৈরি হবে বলে জানা গিয়েছে। আলি ফাজালের সঙ্গে এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে গারেড বাটলারকে।