নিজস্ব সংবাদদাতা : বেতন না দিলেও পড়ুয়াদের পড়াশোনার ব্যাঘাত ঘটাতে পারবে না বেসরকারি স্কুল কর্তৃপক্ষ। স্কুল ফি মামলায় এমনটাই জানিয়ে দিল হাইকোর্টের বিচারপতি বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। এর আগে আদালত পুরো বেতন মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় অভিভাবকদের। বেতন না দিলে অনলাইন ক্লাস করতে দেওয়া হচ্ছে না বলে কয়েকটি স্কুলের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এমনি অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ ছিল। যার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বরস্থ হন অভিভাবকদের একাংশ। সেই মামলাতেই শুক্রবার স্কুলের আইনজীবী আদালতকে জানান, এই ঘটনায় তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। মামলার পরবর্তী শুনানি ১৭ ডিসেম্বর।