নিজস্ব সংবাদদাতাঃ ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'জাওয়াদ'। যা আগামিকাল সকালের দিকে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশার মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে। তার জেরে ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার দুপুরে ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, সকাল ১১ টা ৩০ মিনিটে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড়ে তৈরি হয়েছে। ঘণ্টায় ১১০ কিমিতে বইতে পারে ঝড়।