নিজস্ব সংবাদদাতাঃ পুরভোটকে কেন্দ্র করে জোরকদমে প্রচারে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। এবারের পুরভোটে বিজেপির অনেক প্রার্থীই রয়েছেন, যাঁদের মাতৃভাষা বাংলা নয়। ভোটের দিনক্ষণ এগিয়ে আসছে। কিন্তু, এখনও পর্যন্ত সম্ভাব্য মেয়র মুখ কে হতে পারেন, তা প্রকাশ্যে আনেনি বিজেপি। এর আগে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরা হয়নি বিজেপির পক্ষ থেকে। এই অবস্থায় বিজেপির সম্ভাব্য মেয়র কে হতে পারেন, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। এ বিষয়ে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানিয়েছেন, 'আমরা বিধানসভা ভোটেও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কাউকে তুলে ধরেনি তাই পুরভোটের ক্ষেত্রেও কাউকে তুলে ধরব না।' তাঁর কথায়, 'এটাই আমাদের রণকৌশল।'