নিজস্ব প্রতিনিধি, তমলুকঃ বিধানসভা ভোটের আগে তৎকালীন তৃণমূল নেতারা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন। তবে কয়েক মাসেই মোহভঙ্গ। ঝাকে ঝাকে তৃণমূল থেকে বিজেপিতে আসা প্রাক্তন তৃণমূল নেতা তথা বর্তমান বিজেপি নেতারা তৃণমূলে ফিরছেন। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের তৎকালীন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী যার উপর বেশি রাজনৈতিক ভরসা এবং সাংগঠনিক দায়িত্ব দিয়েছিলেন তমলুকের আইনজীবী তথা সিনিয়র তৃণমূল নেতা বিশ্বনাথ মহাপাত্র শুভেন্দু অধিকারীর হাত ধরে তিনিও তমলুকে বিজেপির পতাকা তুলে নিয়েছিলেন। কিন্তু কয়েক মাসেই মোহভঙ্গ। ২১ শের বিধানসভা নির্বাচনে বিপুল আসন নিয়ে তৃতীয় বারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর একে একে অনেকেই তৃণমূলের ছত্রছায়ায় সামিল হচ্ছে। সামনে তমলুক পৌরসভা ভোট তাঁর পূর্বে তাম্রলিপ্ত পৌরসভার নগর মন্ডলের সাধারণ সম্পাদক সহ বিজেপির একাধিক নেতৃত্বগন তৃনমূলে যোগদান করলেন। তমলুক বিধানসভার বিধায়ক তথা রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র তিনি তাঁর বিধায়ক কার্যালয় থেকে তমলুক বিধানসভা ও তাম্রলিপ্ত পৌরসভা এলাকার একাধিক বিজেপি নেতৃত্বের হাতে দলীয় পতকা তুলে দেন। এদিনের কর্মসূচিতে যোগদান করেন তমলুক নগর মন্ডলের বিশিষ্ট আইনজীবী তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন তমলুক শহর সভাপতি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিশ্বনাথ মহাপাত্র, বিধানসভা ভোটের আগেই শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন। আজ পুনরায় তৃণমূল কংগ্রেসে ফিরলেন তিনি,এবং সাগ্নিক দাস অধিকারী, বিজেপির তমলুক নগর মন্ডলের সাধারণ সম্পাদক সৌমেন চক্রবর্তী, শেখর ঘোষ, শুভম জানা, যুধিষ্ঠির মাইতি, দেবানন্দ পট্টনায়ক, রাজবিহারী মিথুত সহ ২৫জন নেতৃত্ব আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক সৌমেন মহাপাত্র, তমলুক শহর তৃনমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল খাড়া, দিবেন্দু রায় সহ দলীয় নেতৃত্বরা। পৌরসভা ভোটের আগে বিজেপির শক্তি ক্ষয় করছেন তৃনমূল কংগ্রেস এমনি মত রাজনৈতিক মহলের।
বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ দিলেন একাধিক
New Update