কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলায় নতুন আকর্ষণ!

author-image
Harmeet
New Update
কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলায় নতুন আকর্ষণ!

দেবাশিস বিশ্বাস, কোচবিহারঃ কোচবিহার জেলার অন্যতম প্রাচীন এবং রাজ আমলের ঐতিহ্যবাহী মেলার নাম রাসমেলা। কোচবিহার জেলার এই রাসমেলা মূলত শুরু হয় রাস পূর্ণিমায় মদন বাড়িতে রাস চক্র ঘোরানোর মধ্য দিয়ে। কোচবিহার জেলার জেলাশাসক তথা কোচবিহারের দেবোত্তর ট্রাস্ট বোর্ড এর সভাপতি মদন বাড়িতে আয়োজিত রাস পূর্ণিমার পূজো সম্পন্ন করে মন্দির চত্বরে তৈরী রাস চক্র ঘুরিয়ে এই মেলা শুরু করেন।

ঐতিহ্যবাহী এই রাসমেলার প্রায় শুরুর সময় থেকেই বাইরে থেকে প্রচুর ব্যবসায়ীরা নিজেদের জিনিস বিক্রি করতে দোকান নিয়ে আসেন মেলার সময়। এবছর এমনই একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ থেকে বিক্রির জন্য আগত গুড়! মেলায় ঘুরতে আসা বহু মানুষকেই দেখা যাচ্ছে সুস্বাদু এই গুড় কিনে বাড়িতে নিয়ে যেতে। বাংলাদেশ থেকে আগত এই গুড়ের সম্পর্কে বিশদে জানতে আমাদের সংবাদমাধ্যমের প্রতিনিধি সেখানে উপস্থিত হন এবং গুড় বিক্রেতাদের সাথে কথা বলেন। গুড় বিক্রেতাদের মধ্যেই মোহাম্মদ জাহিদুল ইসলাম নামের এক বিক্রেতা তাকে জানান, "এই গুড় আনা হয়েছে বাংলাদেশের ঢাকার নারায়ণগঞ্জ শহর থেকে। তাঁরা আরও জানান, এই গুড় অনেক সুস্বাদু এবং উৎকৃষ্ট মানের। তাঁরা বহুদিন থেকেই বাংলাদেশ থেকে রাস মেলার সময় এই গুড় বিক্রি করতে কোচবিহার জেলায় আসেন। এ নিয়ে প্রায় দীর্ঘ ১২ বছর ধরে তাঁরা কোচবিহারের রাসমেলায় এই সুস্বাদু গুড় বিক্রি করছেন। এবছর সুস্বাদু এই গুড়ের বিক্রয় মূল্য রাখা হয়েছে সর্বনিম্ন ২০০ টাকা থেকে। এর সাথে এই দোকানে পাওয়া যাচ্ছে বাংলাদেশের শুকনো ইলিশ মাছ।"