দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ বর্ষাতে এমনিতেই ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। একরের পর একর ধান জমি ফাঁকা। বর্ষার জল ও বন্যা দুই মিলে ধানের ব্যাপক ক্ষতি করেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা,সবং,পিংলা এলাকায়। তাঁর মধ্যেও যেটুকু বাঁচিয়ে রাখতে পেরেছে চাষীরা, তাতেও উঁকি দিচ্ছে ঘূর্নিঝড় ও বৃষ্টি। আর তাঁর জেরেই আতঙ্কিত চাষীরা। কারণ মাঠে পাকা ধান। অনেকের কাটা হয়েছে। অনেকের বাঁধা চলছে। অনেকেই আবার ঘুর্নিঝড়ের কথা শুনে ঝাড়াইও শুরু করে দিয়েছে।কারণ যেটুকু ধান বেঁচেছে সেটাও যদি ক্ষতির মুখে পড়ে তাহলে খুবই সমস্যায় পড়তে হবে চাষীদের। তাই ধান কাটা, বাঁধা এবং ঝাড়াইয়ের কাজে গতি বাড়িয়েছে চাষীরা।