এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমেই বুক করা যাবে উবার

author-image
Harmeet
New Update
এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমেই বুক করা যাবে উবার

নিজস্ব সংবাদদাতাঃ উবারের তরফ থেকে বড় ঘোষণা করা হল। যারা অনলাইনে উবার বুকিং করেন তাঁদের জন্য সুখবর নিয়ে এল এই রাইড হেলিং সংস্থা। বৃস্পতিবার এক বিবৃতিতে উবারের তরফে জানানো হয়েছে,খুব শীঘ্রই গাড়ি বুকিং-র জন্য একটি নতুন পন্থা নিয়ে আসতে চলেছে উবার। আর সেই বিশেষ পন্থাটি হল, ভবিষ্যতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে গোটা ভারতে উবার বুকিং-র সুযোগ নিয়ে আসছে এই সংস্থা। এই পদ্ধতিতে উবার বুকিং গ্রাহকদের আরও বেশি সুবিধা প্রদান করবে বলে আশা করছে। উবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদক্ষেপটি উবারকে ভারতে মেটা প্ল্যাটফর্ম-মালিকানাধীন হোয়াটসঅ্যাপের ৫০০ মিলিয়নেরও বেশি ইউজারকে গাড়ি বুকিং করতে বিশেষভাবে সাহায্য করবে। চলতি সপ্তাহ থেকেই উবারের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে গাড়ি বুকিং করার পদ্ধতি চালু করা হচ্ছে।